চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪২জন। এদের মধ্যে আরটিপিসিআর ল্যাবে ১৭৫ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জনের, র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের এবং জিন এক্সপার্ট টেস্টে ৭ জনের নমুনায় ৩ জনসহ সর্বমোট ১৪২জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ৪৮৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ১ হাজার ৪৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর মারা গেছেন ৬২ জন।

এদিকে করোনাভারাস রোধে জেলায় দ্বিতীয় দফার লকডাউন চলছে। লকডাউন সফলে জেলার ৩০টি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জেলা প্রশাসনের ১২টি ভ্রাম্যমাণ আদালত জারিমানা কার্যক্রম অব্যাহত রেখেছে।
রামিম রাফি, মিডিয়া গ্রুপ লিমিটেড। যোগাযোগ এডিটর, +8802478835086, ফোনঃ বার্তা প্রধান +8801713932564, সিইও আমির হোসেন। +8801746371260, ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান মৃধা। 01717966305, Emil: sadhinbanglatv52@gmail.com






