নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের সীমান্তবর্তী মেঘনা নদীর ভুলুয়া খাল অবৈধভাবে দখলের প্রতিবাদে ও দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকাল ১১টায় দখল হওয়া খালের অংশে ‘উপক‚লীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী’ নামের একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
আধা ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা বলেন, খালটি দখলের সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও প্রশাসনের লোকজন জড়িত রয়েছে। মেঘনার সঙ্গে যুক্ত খালটি বার বার দখল হচ্ছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরও প্রশাসন দখল উচ্ছেদে ব্যবস্থা নেয়নি। বক্তারা দ্রুত খালটি দখল মুক্ত করে খালের পানির স্বাভাবিক গতী ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে দখলের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
কমূচিতে বক্তব্য রাখেন, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন জেলা শাখার উপদেষ্টা জহিরুল ইসলাম টিটু, সভাপতি আব্দুল বারী বাবুল, সাধারণ সম্পাদক জহির উদ্দিন তুহিন, সহ-সভাপতি হারন অর রশিদ, বৃক্ষ প্রেমী সাখাওয়াত উল্যাহ, প্রভাষক মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।