নেত্রকোনা জেলা সদরের ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের বাংলা বাজার থেকে শিমুলজানি পর্যন্ত সাড়ে চার কি:মি: রাস্তা বেহাল দশা। এই রাস্তাটি সিংহের বাংলা ইউনিয়নের প্রধান যাতায়াতের রাস্তা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সৈয়দপুর, কাশীপুর, ধীতপুর, মোবারকপুর, শিমুলজানি, হরিয়ারগাতী, কয়রা এই গ্রামগুলোতে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তাটিতে যে পরিমান কাদা গাড়ি নিয়ে যাওয়াত দূরের কথা পায়ে হেঁটে যাওয়া যায় না। আমরা অনেকেই গাড়ি বাংলা বাজারে রেখে পায়ে হেঁটে বাড়িতে যেতে হয়। আবার অনেকেই হোন্ডা নিয়ে যেতে পারি না এমন আমাদের অবস্থা আমরা এই নাজেহাল অবস্থায় আছি।
এলাকাবাসী আরো বলেন, আমরা ভুক্তভোগী কয়েক গ্রামের লোকজন মিলে পানি যাতে জমে না থাকে সে জন্য রাস্তায় কাজ করে যাচ্ছি। তারপরেও রাস্তাটিকে চলাচলের উপযোগী করতে পারছি না। এ রখম অবস্থা থাকলে আমাদের ভিষন কষ্টের হবে। এ বিষয়ে আমরা এই কয়েক গ্রামে মানুষের কষ্টের দাবি জানাই স্থানীয় প্রশাসনে কাছে।
এ বিষয়ে ধীতপুর গ্রামের মোঃ সিদ্দিকুর রহমান বলেন আমি বয়স্ক মানুষ এই পেক দিয়ে হেঁটে যেতে পারি না কয়েকদিন আগে পা পিছলে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছি। আমার এক ছেলে নেত্রকোনায় চাকরি করে সে তা মোটরসাইকেল নিয়ে হেঁটে নিয়ে আসতে হয় এবং মোটরসাইকেলটি কাঁদায় নষ্ট হয়ে যাচ্ছে।
এ ব্যাপারে মোবারকপুর গ্রামের আলতাবুর রহমান বলেন আমি এই কাদার জন্য বাজারে যেতে পারি না।
এ ব্যাপারে ৮নং ওয়ার্ডের সভাপতি বলেন, আমি অনেদিন যাবত এই রাস্তাটি পাকা করার জন্য অনেকে দৌড়া দৌড়ি করেছি শেষ পর্যন্ত ব্যার্থ হয়েছি।
এ ব্যাপারে আওয়ামীলীগের বাংলা ইউনিয়নের সভাপতি শহিদুল হক বলেন, এই রাস্তার বিষয়ে আমরা অনেকবার উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে হবে বলে আশা দিয়ে তাকে কিন্তু অদ্যাবদি পর্যন্ত হওয়ার কোন সম্ভাবনা দেখছি না।
এ ব্যাপারে ৪ নং সিংহে বাংলা ইউনিয়নের চেয়ারম্যান বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি উর্ধতন কর্তৃপক্ষ রাস্তার কাজ হবে বলেন।