হবিগঞ্জের নবীগঞ্জে হোসেনপুরে মিরাজ মিয়া (৩২) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
গতকাল রাতে মিরাজের বাড়িতে নির্মাণাধীন একটি ঘরের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি হোসেনপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।
পুলিশ জানায়, রাতে নির্মাণাধীন ঘরটির পেছনে মিরাজকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
এ বিষয়ে উপজেলার গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীনুর আলম জানান, মিরাজ মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার পরিবারের দুই সদস্যকে থানায় আনা হয়েছে।