ডেভিড আলাবার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেছে রিয়াল মাদ্রিদ। আগামী পাঁচ বছরের জন্য করা হয়েছে এই চুক্তি। বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় এই অস্ট্রিয়ান ডিফেন্ডারকে মুফতেই পেয়েছে রিয়াল।
৩০ জুন যখন বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তখন আনুষ্ঠানিকভাবে বার্নাব্যুতে যোগ দেবেন তিনি।
আলাবাকে রিয়াল মাদ্রিদ মুফতে পেলেও ইব্রাহিমা কোনাতেকে নিতে অবশ্য লিভারপুলের খসেছে ৪২০ কোটি টাকা।
অন্যদিকে, রক্ষণভাগে শক্তি বাড়াতে ২২ বছর বয়সী ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে দলে টানছে লিভারপুল। তাকে নিতে লিভারপুলের খসেছে ৪২০ কোটি টাকা।
লিভারপুল অভিজ্ঞতার চেয়ে তারুণ্যে বেশি মজেছে। তাই কোনাতের জন্য একেবারে রিলিজ ক্লজের পুরোটাই দিয়ে লাইপজিগ থেকে তাঁকে নিয়ে আসছে। জার্মান ক্লাব লাইপজিগের এই ফরাসি ডিফেন্ডারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে অলরেডরা। ৩৫ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২০ কোটিতে কোনাতের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছে লিভারপুল।
২২ বছর বয়সী ডিফেন্ডারের ইতিমধ্যে মেডিকেল চেক-আপও করেছেন এবং চুক্তিতে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে রাজি হয়েছেন। ১ জুলাই থেকে তার সঙ্গে লিভারপুলের চুক্তি কার্যকর হবে।