নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বৈরি আবহাওয়ার কারণে তিনদিন বন্ধ থাকার পর আজ থেকে আবার নৌ পরাপার শুরু হয়েছে। সকালে হাতিয়ার চেয়ারম্যানঘাট, চতলার ঘাট, নলচিরা ও তমরদ্দি ঘাট থেকে ইঞ্চিন চালিত নৌকা ও স্পিডবোটে যাত্রী পারাপার শুরু হয়। তবে, সরকারি সিট্রাক বন্ধ থাকায় নৌকা ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী তোলা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।
এদিকে বুধবার জোয়ারে পানিতে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ লিমা আক্তার (৭) উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের জগলুলের মেয়ে।
শুক্রবার সকালে মরদেহটি বেড়িযাঁধের বামফহরে আটকে থাকা জোয়ারের পানিতে ভেসে উঠে। পরে পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এদিকে উপজেলার হরনী, চানন্দি, চর ঈশ্বর, সোনাদিয়া, সুখচর, জাহাজামারা ও নিঝুম দ্বীপে আজও জায়ারের পানিতে অনেক এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার অনেক লোক উঁচু জায়গা ও বেড়িবাধের ওপর আশ্রয় নিয়েছে। দুগৃত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
নৌবাহিনীর পক্ষ থেকে হাতিয়ার বিভিন্ন এলাকায় তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।