চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় ট্রাকের ধাক্কায় সাইকেলচালক এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
একইদিন বেলা ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষকের নাম রহমত উল্লাহ (৪৫)। তিনি আলুকদিয়া গ্রামের শহর আলীর ছেলে এবং পাশের ভালাইপুরে অবস্থিত বঙ্গমণি ইন্সটিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাইসাইকেলযোগে ভালাইপুর থেকে নিজ গ্রাম আলোকদিয়ায় ফিরছিলেন। আলোকদিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১২৭৫) তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় ট্রাকটি জনরোষ থেকে বাঁচতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দুপুর ২টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনাচর্জ (ওসি) আবু জিহাদ খান জানান, ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলের কিছুদূর গিয়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।