চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার ও আইন্দিপুর গ্রামের ওপর দিয়ে আচমকা ঘুর্ণিঝড় বয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। ইয়াসের প্রভাবে এ ঝড়ের সৃষ্টি বলে অনেকের ধারনা। কয়েক সেকেণ্ডের এই ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি, গাছপালা ও পান বরজের ব্যাপক ক্ষতি হয়েছে।
ভুক্তভোগিরা জানান, কোনো পূর্ব আভাস না থাকা কোনো প্রস্তুতি ছিল না গ্রামবাসীর। কোনো কিছু বুঝে ওঠার আগেই অনেকেরই ঘরের চাল, টিনের বেড়া উড়ে যায়। গাছের ডালপালা ভেঙে যায়। অনেক গাছ উপড়ে যায়। অনেকের টিনের চাল উড়ে নিরুদ্দেশের ঘটনাও ঘটে।
খবর পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল সরেজমিন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা দেন। এছাড়া, নান্দবার গ্রামের যুব সমাজের সদস্যরা ক্ষতিগ্রস্থদের জন্য রান্না করা খাবার বিতরণ করেন।
জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। তাঁদেরকে পূর্ণবাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।