ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে হাজারও যাত্রী। পারাপারের অপেক্ষায় সহস্রাধিক ছোট-বড় যানবাহন।
বুধবার (২৬ মে) ফেরিঘাটে এমন দৃশ্য দেখা গেছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৫ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
পদ্মা-যমুনা উত্তাল কম থাকায় ফেরিগুলো চলছিল। তবে বুধবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার পর থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বৃষ্টি না থাকলেও প্রবল ঝোড়ো বাতাস বইতে থাকে।
এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।