টানা তিন চারে দারুণ শুরু করেছিলেন তামিম ইকবাল। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই তামিম ব্যক্তিগত ১৩ রানের সময় দুশমন্থ চামিরার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। তার দায়িত্ব ছিল দলকে এগিয়ে নেওয়ার। কিন্তু পারলেন না। ৩ বল খেলে ফিরলেন খালি হাতে। তামিমের মতোই চামিরার বলে এলবিডব্লিউ এর ফাদে পড়ে উইকেট হারিয়ে বসেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬ রান। উইকেটে রয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।