তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ দুপুরে সরফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
করোনাভাইরাসের কারণে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে সমর্থকরা বসে খেলা দেখতে পারবেন না। এজন্য টিভি পর্দায় চোখ রাখতে হবে তাদের। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে গাজি টিভি ও টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে।
ঘরের মাঠে খেলা হলেও স্বস্তিতে নেই টাইগাররা। এশিয়ান প্রতিপক্ষদের মধ্যে শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই কোনো সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের। তবে পরিসংখ্যান লঙ্কানদের পক্ষে থাকলেও আত্মবিশ্বাসী টাইগাররা। এবার কুশল পেরেরার নেতৃত্বে আসা শ্রীলঙ্কা দলের বিপক্ষে সতর্ক হয়েই মাঠে নামবে তামিম-মুশফিকরা।