গাজীপুরের কাশিমপুরে বাচ্চু মিয়া (৩৫) নামে ভুয়া সিআইডি পরিচয়ধারী এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) রাত ১০টার দিকে কাশিমপুর থানাধীন সুরাবাড়ি রাইসমিল এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
আটককৃত বাচ্চু মিয়া বরগুনা জেলার বেতাগী থানার ছোট মোকামিয়া গ্রামের মৃত্যু রুস্তম আলীর ছেলে।
পুলিশ জানায়, কাশেমপুরের সুরাবাড়ি রাইস মিল এলাকার একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে গিয়ে দোকানীকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। এ সময় উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।
জিএমপি কাশিমপুর থানার উপ-পরিদর্শক দীপঙ্কর রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে বাচ্চু মিয়া নামের ওই যুবককে একটি খেলনা পিস্তলসহ আটক করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।