সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নাজমুল সাকিব (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) সকালে দোয়ারা বাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আওয়াল ভুইয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নাজমুল সাকিব উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক শামছুল ইসপামের পুত্র। শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দাওয়াতে নাজমুল সাকিব তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।
বুধবার সকালে নাজমুল সাকিব নানার বাড়ির সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন বহু খোঁজাখুজি করে দুপুরের দিকে পুকুর থেকে শিশু নাজমুল সাকিবের লাশ উদ্ধার করে।