গত সোমবার থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরাইল।
গাজায় এ পর্যন্ত শিশুসহ নিহত হয়েছেন ১১৩ জন। এরমধ্যে শিশুই রয়েছে ২৮ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এসব তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সকালে ইসরাইলি বিমান হামলায় গাজার উত্তরাঞ্চলে তিন ছেলেসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত গাজায় ইসরাইলে হামলায় ৫৮০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
হামাসের উপর্যুপরি রকেট হামলায় ইসরাইলে এক ভারতীয় ও ছয় ইসরায়েলি নিহত হয়েছে বলে জানা গেছে। তাছাড়া দক্ষিণ লেবাননের একটি এলাকা থেকে ইসরাইলে অন্তত তিনটি রকেট ছোঁড়া হয়েছে।
অন্যদিকে এদিন সকালে পশ্চিম তীরে ইসরাইলি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনিরা। এর আগে ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ফিলিস্তিনিরা।
পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষকে কেন্দ্র করে গত সোমবার থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরু হয়।