নোয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে তিন গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে মুসল্লিরা।
বৃহস্পতিবার সকালে ১০টায় বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বসন্ত বাগ গ্রামের মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ প্রাঙ্গণে, বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রাম জামে মসজিদে ও নোয়াখালী পৌরসভা এলাকায় হরিনারায়ণপুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ঈদুল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের সাথে মিল রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা আরও জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ১৫০-২০০ জন মুসল্লি, নোয়াখালী পৌরসভা হরিনারায়ণ পুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২০/৩০জন মুসল্লি ও জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ১০০-১৫০ জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করে।
নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সৌদির সঙ্গে মিল রেখে কিছু মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছে।