ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে হঠাৎ ঝড়ের কবলে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিন সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘরে ফেরা মানুষের ঢল নামে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ছোট-বড় ২০ ফেরি চলাচল করছিলো বলে জানা যায়।
গত ৭ মে থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল পাটুরিয়া-দৌলতদিয়া রুটে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ যাত্রী ও গাড়ির জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলে গত রোববার (৯ মে) থেকে চরম ভোগান্তি শুরু হয় যাত্রীদের।
পরবর্তীতে এই রুটে ফেরি চলাচল শুরুর ঘোষণা দিলে কিছু স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মনে। কিন্তু জনপরিবহণ বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ঘাটে এসে গাদাগাদি করে ফেরিতে পার হচ্ছেন মানুষ। কিন্তু এরইমধ্যে ঝড়ের কারণে বন্ধ হয়ে গেল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল।