যানবাহনের অতিরিক্ত চাপের কারণে বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে চলাচল করা ঘরমুখো মানুষ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বিকলে থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী বেড়েছে যানবাহনের চাপ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে। ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে করে করোনা সংক্রমণ ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ও গাজীপুর এলাকার পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানা ছুটি হওয়ার পর যাত্রীদের চাপ বেড়েছে।
সেতুর টোলপ্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ১২–১৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়। গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে ৪০ হাজারেরও বেশি যানবাহন পারাপার হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এ সময়ে এ যানবাহনগুলো পারাপার হয়। এতে প্রায় আড়াই কোটি টাকার টোল আদায় করা হয়।
সেতু কর্তৃপক্ষের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগের দিন ২৪ ঘন্টায় প্রায় ৩২ হাজার গাড়ি পারাপার হয়।