বগুড়া সদরের পল্লীতে দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে নিজ শয়ন ঘরে আছিয়া (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে জেলার সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের শেখের কোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আছিয়া সদরের শেখের কোলা গ্রামের মৃত রমজান আলী ফকিরের স্ত্রী। খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত আছিয়ার ছেলের বউ নাজমা জানান, ইফতারের পর শাশুড়ি আছিয়াকে ভাত রান্নার প্রস্তুতি নিতে দেখেন। রান্নার প্রস্তুতি দেখে তিনি বাড়ির পাশে মোড়ে দোকানে যান সদাই কিনতে। সদাই কিনে কয়েকজনের সাথে কথা বলে বাড়ি ফিরে আসেন। এসে তার শাশুড়ি আছিয়াকে ডাকাডাকি করেন। তার কোন সাড়া না পেয়ে ঘরে যান। ঘরে গিয়ে দেখেন ঘরের সবকিছু অগোছালো ও ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর দেখেন তার শাশুড়ি ঘরের মেঝেতে পড়ে আছেন। কাছে গিয়ে দেখেন গলা থেকে রক্ত বের হচ্ছে। এরপর তিনি স্থানীয় লোকজনকে ডেকে আনেন।
এদিকে খবর পেয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
সদর থানার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, নিহত বৃদ্ধার ঘাড়ের নিচে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে হাসুয়া বা কাঁচি দিয়ে ঘাড়ের নিচ থেকে আঘাত করেছে দূর্বৃত্তরা।
রাত সাড়ে ১১টায় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা পুলিশের একাধিক টিম ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে।