স্প্যানিশ লা লিগায় আজ রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্যাম্প ন্যু’তে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শনিবার (৮ মে) রাত ৮টা ১৫ মিনিটে। খেলা দেখা যাবে লা লিগার অফিশিয়াল ফেসবুক পেজের ফেসবুক লাইভে।
ইনজুরিতে কাতালানরা পাবে না আনসু ফাতি, কৌতিনিহোকে। সংশয় আছে মার্টিন ব্রাথওয়েট, ডেস্টকে নিয়েও। সেক্ষেত্রে আগের ম্যাচের ৩-১-৪-২ ফর্মেশনেই দলকে খেলাতে পারেন কোম্যান। সার্জিও রবার্তো ফিরতে পারেন শুরুর একাদশে।
অন্যদিকে, শতভাগ ইনজুরি মুক্ত একাদশ নিয়ে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। সাবেক ক্লাবের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষায় লুইস সুয়ারেজ। অ্যাথলেটিকোর বিপক্ষে এর আগের ৬৪ সাক্ষাতে ৩১ জয়ের বিপরীতে ১৮ ম্যাচ হেরেছে কাতালানরা।
এদিকে, ৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাথলেটিকো। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে বার্সা আছে তিনে।