হাসপাতালে ভর্তি করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে- শনিবার (৮ মে) কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করতে দেখা যায়। আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন খবর ছড়িয়ে পড়তে থাকে। যা পুরোপুরি ভুয়া।
এ বিষয়টি নিয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন কিংবদন্তি জাতীয় নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, কে বলেছে আমি হাসপাতালে ভর্তি? আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, বাসায় আছি।
তিনি আরও বলেন, সকাল থেকে আমাকে অনেকে ফোন দিচ্ছেন। জানতে চাচ্ছেন আমি কোন হাসপাতালে?