ঝিনাইদহে করোনায় কর্মহীন হয়ে পড়া ৭ হাজার হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে এ খাদ্যাসামগ্রী বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ব্যবসায়ী মিজানুর রহমান মাসুম সিআইপি।
এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী চাল, ডাল, তেল আলু তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন ও সদর থানার ওসি মিজানুর রহমান। করোনাকালে খাদ্যসামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন ও হতদরিদ্ররা পরিবারগুলো।
সিআইপি মিজানুর রহমান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ করোনাকালিন সময়ে দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সেই নির্দেশনা অনুযায়ী প্রথমে একসাথে ৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য সমাগ্রী বিতরণ শুরু করি। পরে আরও ২ হাজার বাড়িয়ে ৭ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এ সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে পৌরবাসীর উদ্দেশ্যে বলেন সারা রমজান মাস তার এউপহার সামগ্রী বিতরণ কাজ ব্যাহত থাকবে।