দেশে করোনায় গত ২৪ ঘন্টায় একদিনের সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে। ৮৩ জন মৃতের মধ্যে ৭৪ জন হাসপাতালে, ৫ জন বাড়িতে ও ৪ জনকে হাসপাতালে আনার পথেই মারা গেছে।
এই নিয়ে দেশে মৃতের সংখ্যা দাড়ালো ৯,৮২২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।
করোনাভাইরাস নিয়ে সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।