বেশ কিছু পেশাজীবি মানুষের জন্য ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে সৌদি সরকার। এদের মধ্যে রয়েছে সেলুন, রেস্টুরেন্ট, ক্যাফে এবং খাবারের দোকানের কর্মী। সৌদির আবাসন এবং পৌর ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
জনগনের সুরক্ষা ও সংক্রমণ হ্রাস করতে সেলুন, ক্যাফে, রেস্টুরেন্ট এবং বিভিন্ন খাবারের দোকানের সঙ্গে সংশ্লিষ্ট লোকজকে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিনের আওতায় আনতে চাচ্ছে কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।
এসব পেশার কেউ যদি সরকারি নির্দেশনা অনুযায়ী সময় মতো ভ্যাকসিন গ্রহণ না করেন তবে তাদের প্রতি সপ্তাহে একবার পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে।
আসন্ন রমজান মাসে বিভিন্ন রেস্টুরেন্ট, তাঁবু এবং বুফে সেবা বন্ধ থাকবে বলেও জানিয়েছে পর্যটন মন্ত্রণালয়।