দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯৭ জনে।
এ সময়ে করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৩৫৮৭ জন। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৪হাজার ৩৯৫ জনে।
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯৮৫জন এবং এখন পর্যন্ত ৫ লাখ ২৯হাজার ৮৯৪ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ২২২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৭হাজার ৩২৪টি নমুনা সংগ্রহ এবং ২৭হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৫লাখ ১৪হাজার ৭৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৭শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১শতাংশ।