যুক্তরাষ্ট্রে বন্ধুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কিং সুপার্স সুপারমার্কেটে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে এরিক টেলি (৫১) নামের এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।
স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে। কলরাডোর বোলডারের পুলিশ প্রধান ম্যারিস হ্যারল্ড জানিয়েছেন, হামলায় ১০ জন প্রাণ হারিয়েছে।
পুলিশ বলছে, তারা সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে। হামলাকারীরর সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।