বাংলাদেশে ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম নিজেই।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের গণমাধ্যমের সাথে কথা বলেন তামিম।
এ সময় তিনি জানান, আমি আমার কিছু ব্যক্তিগত কারণে আমি টি-টোয়েন্টি সিরিজে থাকব না জানিয়ে তামিম বলেন, তবে দলের জন্য আমার শুভকামনা থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম আরও বলেন, সংবাদ সম্মেলনে আসার আগেই প্রধান কোচের সাথে এ নিয়ে কথা বলেছি। ব্যক্তিগত কারণেই খেলব না।
আগামী শনিবার থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি ম্যাচ হবে ক্রাইস্টচার্চে, আর শেষটি হবে ওয়েলিংটনে।
এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।