রাজধানীর পল্টনে এক ব্যাংক কর্মকর্তার বাসার বাথরুম থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
গৃহকর্মীর নাম লিজা আক্তার (৩০)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ থানার মগধারায়। তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহনেওয়াজ মুরাদের পল্টনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
জানা গেছে, লিজা আক্তারের গৃহকর্তা শাহনেওয়াজ সপরিবার পল্টনের ৪১/৩-৪ র্যাম্বো টাওয়ারের ১৫ তলায় থাকেন। দুপুরে পুলিশ শাহনেওয়াজের বাসার বাথরুমের বাথ হ্যাঙ্গারের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর গৃহকর্মী লিজা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ঘটনা তদন্তকারী পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল বলেন, নিহতের গলায় কালো আঘাতের চিহ্ন রয়েছে। লাশটির মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি বলেন, শনিবার রাতে চট্টগ্রামে অবস্থানরত স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া হয় লিজার। রোববার সকালে শাহনেওয়াজের বাসার লোকজন বাথরুমে লিজার লাশ বাথ হ্যাঙ্গারের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় লিজার লাশ নামিয়ে তারা পল্টন থানায় ফোন করেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে লিজার লাশ উদ্ধার করা হয়।