ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এ সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও তার সঙ্গীদের নিজ বাড়িতে দাওয়াত করেছেন।
গতকাল বিকেলে ফরিদুপুরের ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, মামুনুল হক আমার বাড়িতে এলে নিজেকে ধন্য মনে করব।
প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী আরও বলেন, হেফাজতের নেতা মাওলানা মামুনুলকে দাওয়াত করলাম, আপনি যত মাওলানাদের সঙ্গে নিয়ে আসতে পারেন; আসেন। আমি খাওয়াতে প্রস্তুত আছি।
তিনি বলেন, মামুনুল হকের মতো একজন মাওলানা যিনি ইসলামের দাওয়াত দেন। তিনি আমার বাড়িতে এলে নিজেকে ধন্য মনে করবো।
ফরিদপুরের আলোচিত এ সংসদ সদস্যের বক্তব্যের ভিডিও ইতোমধ্যে ইউটিউবে ছড়িয়ে পড়েছে। যেটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
মামুনুল হক ফরিদপুর এসে বলেছেন, আমি নিক্সন চৌধুরীর বাড়িতে দাওয়াত খাব, আমার সঙ্গে তার (নিক্সন চৌধুরী) কোনো বিরোধ নাই।