বাংলাদেশী গৃহকর্মী মোসা: আবরিন বেগম হত্যায় জড়িত থাকায় আয়েশা আল জিজানী নামের এক সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে। একই ঘটনায় আয়েশার স্বামী বাসেম সালেম ও পুত্র ওয়ালীদকে জেল-জরিমানা দেওয়া হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি আরবের স্থানীয় আদালতে ১৪ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করা হয়েছে। বাংলাদেশি সেই গৃহকর্মীর নাম আবিরন বেগম। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা আবিরনের গৃহকর্ত্রী ছিলেন।
দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সিলর মো: মেহেদী হাসান নিউজ২৪কে বলেন, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় গৃহকর্ত্রীকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। তার স্বামী সরাসরি জড়িত না থাকলেও টয়লেটে নিয়ে যাওয়া এবং চিকিৎসা না করানোয় ৬মাস, ৮মাস এবং দুই বছরের জেল এবং ১১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আর সন্তানকে ৭ মাস সংশোধনাগারে থাকার আদেশ দিয়েছে আদালত।
আয়েশার ছেলে ওয়ালিদকে ৭ মাসের জেল দেওয়া হয়েছে এবং তাকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আয়েশার স্বামীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
রায়ে বলা হয়েছে আসামী পক্ষ এই রায়ে সংক্ষুব্ধ হলে রায়ের তারিখ থেকে ৩০দিনের মধ্যে আপিল করতে পারবে।