পারিবারিক কারণে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব আল হাসান। এদিকে এক বছর নিষেধাজ্ঞার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামলেও চোটের কারণে পরের টেস্ট খেলতে পারবেন না তিনি।
এ ব্যাপারে বিসিবির পরিচালক জালাল ইউনুস জানান, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটির আবেদন করেছে সাকিব। তবে বিসিবি এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেলেও সেই চোট কাটিয়ে টেস্ট সিরিজে মাঠেও ফিরে আবার নতুন করে চোটে পড়েন তিনি। আপাতত বিসিবির মেডিকেল বিভাগ তার চিকিৎসা চালিয়ে যাবে।
এদিকে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে মার্চের মাঝামাঝি সময় থেকে। সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ থেকে। পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ।