বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-মামলা অব্যাহত রয়েছে। আমরা প্রচণ্ড চাপের মধ্যে আছি। অত্যাচারের মধ্যে আছি।
তিনি বলেন, প্রচণ্ড চাপ ও অত্যাচারের মধ্যে আছি তারপরও জনগণ যখন কষ্ট পায় দলের নেতাকর্মীরা জনগণের পাশে ছুটে যায়।
আজ নবাবগঞ্জের দোহার এলাকায় বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমাদের ভোট সরকারের সন্ত্রাসীরা কেড়ে নিয়েছে। ভোট দেওয়া যায় না। ভোট দেওয়ার আগে প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোট দিয়ে দেয়।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।