পৌরসভা নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে টাঙ্গাইল শহীদ মিনারে অবস্থান ধর্মঘট শুরু করেছেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খাতুন ভাসানী। তার ছেলে মাহমুদুল হক শানু এবার টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন।
নির্বাচন বাতিল করে আবার ভোট গ্রহণের দাবিতে আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন মাহমুদা। মাহমুদুল এ সময় তার মায়ের পাশে ছিলেন।
মাহমুদুল সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘শনিবার অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে সারাদিন বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অনিয়মের ব্যাপারে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভোট বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে সোমবার শহরে মানববন্ধন হবে। মানববন্ধনের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
মাহমুদা খাতুন বলেন, ‘৩০ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এভাবে চলতে পারে না। এর প্রতিবাদ জানাতেই শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করেছি। কারচুপির আশঙ্কায় আমি সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি। সিইসি সাক্ষাৎ দেননি। গতকাল শনিবার টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। ব্যাপক কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করা হয়েছে।’
প্রসঙ্গত, মাহমুদা খাতুনের স্বামী শামসুল হক দুবার টাঙ্গাইল পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এবার তার ছেলে মাহমুদুল হক বিএনপির মনোনয়ন পেয়ে মেয়র পদে নির্বাচন করেন। তিনি ১৯ হাজার ৬৬০ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী এস এম সিরাজুল হক ৫৯ হজার ৯৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।