পটুয়াখালীর মহিপুর থেতে ধর্ষণ মামলার এজাহার ভুক্ত ৩ নম্বর আসামি কে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ এর নেতৃত্বাধীন একটি বিশেষ টিম ।
অভিযান পরিচালনা করে আজ বুধবার বিকেল ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানাধীন আলীপুর টোলপ্লাজা এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী অধ্যাদেশ ২০২০ এর এজাহারভুক্ত পলাতক আসামী পশ্চিম খাজুরা গ্রামের মৃত লেহান উদ্দিন হাওলাদারের ছেলে নাসির উদ্দিন হাওলাদার (৪২) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার মহিপুর থানায় মামলা নং-০৮ তারিখ ০৮/১২/২০২০ইং, ধারা ৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী অধ্যাদেশ ২০২০ মূলে হস্তান্তর করা হয়।