তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। এমন খবরই পাওয়া গেছে সাকিবের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের উদ্দেশে এমন খুশির খবর দিলেন সাকিব।
ফেসবুক পেজে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই। সেখানে সাকিব আল হাসান লিখেছেন, “নতুন বছর, নতুন সূচনা, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।” এ সংবাদ ফেইসবুকে জানানোর পরেই অভিনন্দের জোয়ারে ভাসছেন সাকিব।
ইতোমধ্যেই সাকিব দুই কন্যা সন্তানের জনক। ২০১২ সালের বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালে তাদের ঘর আলোকিত করে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি। এরপর ২০২০ সালে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। ২০২০ সালের ২৪ এপ্রিল জন্মগ্রহণ করেন দ্বিতীয় কন্যা ইরাম হাসান।