দিনাজপুরের নাট্য সমিতিতে মঞ্চস্থ হলো জনপ্রিয় নাটক “ক্ষত বিক্ষত”। নতুন বছরের শুরুতেই দিনাজপুর নাট্য সমিতির অডিটরিয়ামে মঞ্চায়িত হয় নাটক “ক্ষত বিক্ষত”।
মমতাজ উদ্দিন আহমেদের রচনা ও নয়ন বার্টেলের পরিচালনায় উক্ত নাটকে অভিনয় করেছেন- হারুন উর রশিদ, নয়ন বার্টেল, সন্ধ্যা, দেবেশ, স্মৃতি, সাবা, কার্তিক, রাব্বি নুর, শাহিন, শ্রাবন, মীন আরা পারভিন, তারেকুজ্জামান, ইফতেখার চানু, রাহেনুরসহ আরো অনেকে।
জনপ্রিয় এই নাটকে এক স্বেচ্ছাচারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনৈতিক কার্যকলাপের চিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রচুর বিনোদন পূর্ণ দেড়ঘন্টার এই নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে উপভোগ করেন তিনশতাধিক দর্শক।