আফগানিস্তানের মধ্যাঞ্চলে বিসমিল্লাহ আইমাক নামে এক সাংবাদিককে দেশটির মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে গত দুই মাসে দেশটিতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যা করলো সন্ত্রাসীরা। খবর বিবিসি।
স্থানীয় একটি রেডিওর প্রধান সম্পাদক ছিলেন বিসমিল্লাহ আইমাক। গত মাসেও তাকে হত্যার চেষ্টা করে দুর্বত্তরা। কিন্তু সে যাত্রায় অল্পের জন্য বেঁচে যান তিনি।আফগানিস্তানে সম্প্রতি সরকারি বাহিনী ছাড়াও মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
এ সব হামলার বেশির ভাগের দায়ই নেয়নি কোন সন্ত্রাসী গোষ্ঠী। দেশটির সরকার বরাবরই এ ধরণের সন্ত্রাসী হামলার জন্য তালেবানকে দায়ী করে আসছে।