মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন জয়া আহসান। কলকাতার সিনেমা ‘রবিবার’- এ অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
আজ দেশের একটি গণমাধ্যমকে জয়া আহসান বলেন, ‘এই “রবিবার” ছবিটা নিয়ে আমি খুব বিনীত অনুভব করছি। এটা আমার একার না, পুরো টিমের অর্জন। অতনু দা (অতনু ঘোষ) আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, আমাকে সুযোগ দিয়েছেন।
বুম্বা দা (প্রসেনজিৎ) আমাকে সমানতালে সহযোগিতা না করলে এতো কঠিন চরিত্র করতেই পারতাম না। খুব কঠিন একটা চরিত্রে অভিনয় করেছি। এটা গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক পুরস্কার।
‘মোট ১৮ জনের মধ্যে আমি নির্বাচিত হয়েছি। এটার পুরো ভাগীদার পরিচালক অতনু দা। অনেকেই এই ছবির মনস্তাতিক বিষয়গুলো বুঝতে পারেনি। তাদের কাছে কঠিন মনে হয়েছে। এই ছবিটা বাংলাদেশে মুক্তি পেয়েছিল। আমার দর্শকদের আমার ভালোবাসা।’
তিনি আরও বলেছেন, ‘আমি আরও বেশি খুশি হয়েছি আমার পাশাপাশি ছবিটির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন পরিচালক অতনু ঘোষ। পরিশ্রমগুলো যখন এভাবে স্বার্থক হয়ে উঠে তখন সত্যি ভালো লাগে। আরও অনেক ভালো কাজের অনুপ্রেরণা জাগে।
এর আগে ‘রবিবার’ সিনেমার পরিচালককে শুভেচ্ছা জানিয়ে জয়া একটি স্ট্যাটাসে লেখেছিলেন, ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০–এ “রবিবার” ছবির মুকুটে দুটো পালক যুক্ত হলো। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন এ ছবির পরিচালক অতনু ঘোষ। এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা।’
গত বছরের ২৭ ডিসেম্বর বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিলো ‘রবিবার’। এখানে প্রথমবারের মতো জুটি হয়ে প্রসেনজিৎ ও জয়া অভিনয় করেছিলেন। এটি গত ২১ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পায় সাফটা চুক্তির আওতায়।