পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়াডের দফাদার বাড়ি থেকে মোঃ নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে দশমিনা থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়ও বিভিন্ন সূত্রে জানা যায় এবং বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন জানান, কিছুদিন আগে মানুষের দেনা পাওনা পরিশোধ করার জন্য নাসরুল ৬ শতক জমি বিক্রি করেন। ওই জমি বিক্রির টাকার জন্য নাসরুলের সাথে তার স্ত্রী রিনা বেগম ও বড় ছেলে ইমরান হাওলাদারের মধ্যে বিরোধ চলছিলো। তিনি জানান, এরকম নিশ্বংস হত্যাকান্ড দশমিনার মানুষ আর কখনো দেখেন নি। নিহত নজরুল কিছুদিন আগে জমি বিক্রি করে মোটা অংকের টাকার মালিক হন। তার টাকা-পয়সা নিয়ে ছেলে এবং স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলে আসছিল।
সকালে তার বসতঘরের পাশে রান্না ঘর থেকে জবাই করা লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহত ব্যক্তির ছেলে ইমরান পলাতক, নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
দশমিনা থানা অফিসার ইনচার্জ মোঃ জসীম জানান, একটি জমি বিক্রি নিয়ে ছেলের সঙ্গে বিবাদ ছিল নজরুলের। তবে এ কারণেই যে তিনি খুন হয়েছেন সেটি নিশ্চিত না। তবে ছেলে ইমরান পলাতক রয়েছেন।