ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়গুণেই দর্শকনন্দিত হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জূতি বেঁধে অভিনয় করেছেন প্রায় ৬০-৭০টি সিনেমায়; যা ঢাকাই সিনেমার ইতিহাসে একটি বিরল রেকর্ড।
সেই নায়িকার জন্মদিন আজ। গড়ির কাঁটা বারো ছুঁতেই সহকর্মী থেকে শুরু করে ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অপু বিশ্বাস।
এদিকে এই নায়িকা ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, আমার ফেসবুক আইডিটি গতকালকে ডিজাবল হয়ে গিয়েছে। এক/দুই দিন সময় লাগবে আইডিটি তে অ্যাক্সেস পেতে। আজকে আমার জন্মদিন থাকায়, আমার অনেক শুভাকাঙ্ক্ষী সহ সাংবাদিক ভাই-বোনেরা আমাকে ফেসবুকে না পাওয়ায়, আমার মোবাইলে মেসেজ করছেন, কেউ কেউ মনে করছেন আমি তাদেরকে ব্লক করেছি।
একচুয়ালি আইডিটি ডিজেবল এর কারণে এমনটি হয়েছে ।