দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ঘোড়াঘাট উপজেলার সুরা মসজিদ একাকার বেড়ার বিল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকালে রাস্তার পাশে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় কে বা কাহারা অজ্ঞাত নারীর মরদেহ ঘোড়াঘাট উপজেলার সুরা মসজিদ একাকার বেড়ার বিল নামক স্থানে ফেলে যায়।
তিনি আরও বলেন, মহিলার গায়ের রং শ্যামলা, তার পরনে বোরকা ছিলো। আর মুখে নীল রংয়ের মাস্ক। গায়ের ওড়নাটি গলায় দড়ির মতো পেঁচানো ছিলো। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।