করোনাকালে বাংলাদেশসহ সারা বিশ্বের নারীরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে নারী বিষয়ক এক বিশ্ব সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এ তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বলেছেন, কোভিড পরবর্তী সময়ে নারীকে আগের মতো শক্তিশালী অবস্থায় ফিরিয়ে নিতে ক্ষতিগ্রস্ত প্রতিটি দেশকে কর্মক্ষেত্রে নারীদের বিশেষ প্রণোদনা দিতে হবে।
জাতিসংঘের চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের নানা দিক তুলে ধরেন তিনি। জাতীয় সংসদে প্রতিনিধিত্বসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে তাদের সক্রিয় অংশগ্রহণ যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানান প্রধানমন্ত্রী।
তবে বৈশ্বিক করোনা মহামারির কারণে বাড়ি ও কর্মক্ষেত্রে নারীই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি। আর এজন্য দেন বিশেষ প্রণোদনা দেয়ার তাগিদ।
এছাড়া নারীর ক্ষমতায়নে আন্তর্জাতিক সব সূচকে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্যের কথাও তুলে ধরেন সরকার প্রধান। বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্যে, এক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় মধ্যে সবচেয়ে এগিয়ে, আর বিশ্বের ১৪৯ দেশের মধ্যে অবস্থান ৫০তম।
বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিয়ানমার সেনাবাহিনীর বাংলাদেশ সীমান্তে সেনা সমাবেশের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান। এসময় ফখরুল বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণেই রোহিঙ্গা সমস্যা সমাধান হচ্ছে না।