আচরণবিধি লঙ্ঘণের দায়ে বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড় শাস্তির মুখোমুখি হয়েছেন। এটা হরহামেশাই হয়ে থাকে। কিন্তু এবার অবাক করা এক অপরাধের জন্য শাস্তি পেয়েছেন আইরিশ ফুটবলার ইয়ন ব্র্যাডলি। তার অপরাধ মাঠেই মূত্রত্যাগ করেছেন তিনি।
উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে এমন কাণ্ড ঘটিয়েছে ব্র্যাডলি। নর্দান আয়ারল্যান্ড কাপে কোলেরিন এফসি ও বাল্লিমেনার ম্যাচে মাঠেই মূত্রত্যাগ করেন কোলেরিনের ব্র্যাডলি। সেই দৃশ্য বিবিসির ক্যামেরায় ধরা পড়ে যায়।
বেলফাস্ট উইন্ডসোর পার্ক স্টেডিয়ামের এমন কাণ্ড স্বভাবতই মেনে নিতে পারেনি দেশটির ফুটবল কর্তৃপক্ষ। অশোভন আচরণ হিসেবেই গণ্য করে তার বিরুদ্ধে নেয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। খেলোয়াড়দের আচরণবিধির ১৭ অনুচ্ছেদ ভঙ্গের অপরাধে তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মূত্র ত্যাগ করে এত বড় শাস্তির শিকার বোধহয় ব্র্যাডলিই প্রথম।
সামাজিক যোগাযোগের মাধ্যমেও ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন ব্র্যাডলি। তাকে নাকি বেশ কয়েকবার টয়লেটে যাওয়ার অনুরোধও করা হয়েছিল। কিন্তু তিনি যাননি। তবে এখন এই কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন ব্র্যাডলি।