জামালপুরে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত পানি বাড়তে শুরু করে। গতকাল সন্ধ্যায় পানি বিপৎসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান এ কথা জানিয়েছেন।
এদিকে, দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।