দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
ইউএনওর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের অধ্যাপক জাহেদ হোসেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।
জাহেদ হোসেন বলেন, এরকম একটি জটিল অপারেশন থেকে এতো তারাতারি সুস্থ্য হয়ে যাওয়া সত্যিই ভাগ্যের। ওয়াহিদা এখন নিজেই হাটতে পারছেন। খেতে পারছেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর গভীর রাতে ঘোড়াঘাটে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে ঢুকে তার ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। উভয়েরই শরীর ও মাথায় আঘাত লাগে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের রংপুরের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করা হয়। পরে ইউএনও ওয়াহিদা খানমকে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। পরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পর ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সম্পন্ন হয়।