রাজধানীর শনিআখড়া হানিফ ফ্লাইওভারের ওপরে ঠিকানা পরিবহনের চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানতে পারেনি পুলিশ।
যাত্রাবাড়ী থানার (ওসি) মাজহারুল ইসলাম জানান, শনিআখড়া ফ্লাইওভারে ঠিকানা পরিবহনের চাপায় ঘটনাস্থলে ওই ব্যক্তি মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।