সারাদেশের বিভিন্ন জায়গায় একের পর এক নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে জামালপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের বকুলতলা চত্বরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সম্মিলিত সামাজিক আন্দোলন ও জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারীনেত্রী শামীমা খান, মহিলা পরিষদ নেত্রী আয়শা পারভীন, জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরা, সাংস্কৃতিক কর্মী এম আর আই রাসেল ও ধর্ষণের শিকার কল্পনা বেগমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় বক্তারা বলেন, ধর্ষণ মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না থাকায় সারা দেশে লাগাতার নারী ও শিশু ধর্ষণের সংখ্যা বাড়ছে। ধর্ষণে অভিযুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চত করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে সংগঠনের নেতা-কর্মীরা।