শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিন আরেকটি সফরের সূচি চূড়ান্ত হলো বাংলাদেশের। আগামী মার্চে নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। চূড়ান্ত হওয়া সূচিতে দুই দল শুরুতে খেলবে ওয়ানডে সিরিজ, এরপর টি-টোয়েন্টি।
আসছে গ্রীষ্মের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউ জিল্যান্ড। বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া এই গ্রীষ্মে যাবে নিউ জিল্যান্ড সফরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে কিউই গ্রীষ্মের আন্তর্জাতিক ব্যস্ততা।
আগামী ১৩ মার্চ বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে ডানেডিনে। পরের দুই ওয়ানডে ১৭ ও ২০ মার্চ ক্রাইস্টচার্চে ও ওয়েলিংটনে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৩ মার্চ, নেপিয়ারে। ২৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অকল্যান্ডে ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ হ্যামিল্টনে।