ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যামে বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি ২-১ গোলে জেতে গানাররা। ম্যাচের ২৫ মিনিটে দলকে লিড এনে দেন লাকাজেত।
প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ওয়েস্টহ্যামকে ম্যাচে ফেরান আন্তোনিও। এরপর ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের দিকেই।
কিন্তু ব্যবধান গড়ে দেন বদলি নামা এনকেটিয়া। ৮৫ মিনিটে জয়সূচক আর্সেনালের জয়সূচক গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড।