দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের ১১টি ট্রাক আসার পর ফের বন্ধ হয়ে গেছে। এখনো সীমান্তের ওপারে আটকে আছে দেড় শতাধিক পেঁয়াজের ট্রাক।
তবে ১০ দিনের বেশি ট্রাকে পেঁয়াজ থাকায় গরম ও বৃষ্টির কারণে পঁচে গেছে বেশির ভাগ পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন আমদানিকারকারা। তবে বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোলে বন্দর দিয়ে এখনো আসেনি কোনো পেঁয়াজের ট্রাক।
গেল ১৪ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার ঘোষণা দিলে সীমান্তে বাংলাদেশ অভিমুখী পেঁয়াজের ট্রাক আটকে দেন ভারতীয় ব্যবসায়ীরা। পরে আবার ভারত সরকার আগে খোলা এলসিতে রপ্তানির অনুমতি দেয়। শনিবার সোনামসজিদ, ভোমরা ও হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের ট্রাক এসেছে।
শনিবার বিকেলে দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ১১টি ট্রাকে মোট ২৪৬ মেট্রিকটন পেঁয়াজ আসার পরই আবারও বন্ধ হয়ে গেছে। ওপার সীমান্তে এখনও দেড় শতাধিক ট্রাক আটকা পড়ে আছে বলে জানিয়েছেন আমদানিকারকরা।
তবে ১০ দিনের বেশি ট্রাকে পেঁয়াজ লোড হয়ে থাকায় গরম ও বৃষ্টির কারণে পঁচে গেছে বেশির ভাগ পেঁয়াজ। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
তবে ভারতীয় ট্রাকগুলো বন্দরে প্রবেশ করার সাথে সাথে দ্রুত আনলোড ও ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন বন্দর কর্মকর্তা।
এদিকে বিলম্ব রপ্তানি আদেশ না থাকায় বেনাপোলে বন্দর দিয়ে এখনো আসেনি কোনো পেঁয়াজের ট্রাক।