নাটোরের লালপুর থেকে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বিকেল চারটায় উপজেলায় মোহারকায়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হাসমত আলী -৪৫ মোহরকয়া গ্রামের আসমত আলীর ছেলে।
র্যাব জানায়, সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসানের নেতৃত্বে আজ বিকেল ৪টায় মোহরকয়া গ্রামে অভিযান চালায়।
এসময় ৪৯৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক কারবারি
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের
সম্মুখে স্বীকার করে।
এ ঘটনায় নাটোর জেলার লালপুর থানায় মামলা দায়ের করা রয়েছে।